image

প্রথমা প্রকাশন আন্তর্জাতিক মানের বাংলাদেশি বই প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা দৈনিক প্রথম আলোর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করলেও প্রকাশনার মান ও গুণে অল্প সময়ের মধ্যেই দেশের অন্যতম প্রধান প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে প্রথমা প্রকাশন। ২০০৯ সালে আত্মপ্রকাশ করার পর প্রথমা প্রকাশনের প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। এ যাবত্কালে প্রথমা প্রকাশিত বই ৩৫টির বেশি পুরস্কার পেয়েছে। এর মধ্যে রয়েছে সর্বাধিক মানসম্মত প্রকাশনার জন্য সম্মানজনক বাংলা একাডেমি পুরস্কার। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বই প্রকাশ করে থাকে প্রথমা । একাত্তরের চিঠি এবং আরও অনেক মানসম্মত বই প্রকাশ করে প্রথমা একটা আলাদা রুচিশীল পাঠকগোষ্ঠী সৃষ্টি করেছে। প্রথমা যেহেতু আরও বেশি করে তার পাঠকের কাছে পৌঁছাতে চায়, তাই বিদেশে বসবাসরত বাঙালি পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যেও কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও কিশোরদের উপযোগী বই প্রকাশের জন্য শুরু করা হয়েছে প্র প্রকাশন নামে নতুন প্রকাশনা ব্র্যান্ড। বই প্রকাশনা ছাড়াও প্রথমার রয়েছে চারটি বিক্রয়কেন্দ্র আর একটি বই বিক্রির ইকমার্স prothoma.com, যেখানে প্রথমার বই ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনীর এবং ভালো মানের আন্তর্জাতিক বই ও ম্যাগাজিন সারা দেশের পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হয়।

লক্ষ্য

আমাদের লক্ষ্য প্রত্যেকের জন্য প্রকাশের মাধ্যমে সার্বজনীন বই পাঠক বৃদ্ধি করে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, গবেষণা ও শিল্প-সাহিত্যকে আগামীর হাতে তুলে দেওয়া। আমরা বিশ্বাস করি, আমাদের প্রকাশিত বইগুলো আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে।

আমাদের অঙ্গীকার

আমাদের পেশাদার পাণ্ডুলিপি সম্পাদক, ডিজাইনার ও ছাপা-বাঁধাই ব্যবস্থাপকগণ আন্তর্জাতিক মানের সেরা বই প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নতুন পাঠক তৈরি করা, পাঠকের হাতে সহজে পৌছে দেওয়া এবং প্রথমা প্রকাশনের যাবতীয় বই দেশে ও বিদেশে সহজলভ্য করার সার্বিক প্রচেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছি। নির্ভুল তথ্য, সঠিক ইতিহাস, সময়োপযোগী সৃজনশীল ও মননশীল বই প্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রথমা প্রত্যেক লেখকের যথাযথ প্রাপ্য সম্মানী যথাসময়ে বুঝিয়ে দেয়।

এক নজরে প্রথমা

প্রতিষ্ঠা: ২৮ মার্চ ২০০৯

প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান: মিডিয়াস্টার লিমিটেড (প্রথম আলো)

প্রধান অফিস: ২০-২১ কারওয়ান বাজার, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ঢাকা

প্রথম প্রকাশিত বই: একাত্তরের চিঠি

মোট প্রকাশিত বইয়ের সংখ্যা: ৮২০

মোট লেখকের সংখ্যা: ৩০০+

প্রাপ্ত পুরস্কারের সংখ্যা: ৩৫+

প্রথমা প্রকাশনের আরও ব্র্যান্ড: প্র প্রকাশন, প্রথমা ডটকম, প্রথমা বুক ক্যাফে

প্র প্রকাশন

প্রথমা প্রকাশনের নতুন প্রকাশনা ব্র্যান্ড প্র প্রকাশন। কিশোরদের উপযোগী থ্রিলার, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, রহস্য-রোমাঞ্চ, হরর ও সায়েন্স ফিকশন বই প্রকাশ করে প্র প্রকাশন।

প্রথমা ডটকম

অনলাইন বইয়ের বাজার prothoma.com প্রথমা প্রকাশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। নানা রুচি ও স্বাদের পাঠকের বইয়ের চাহিদা সহজে ও পরিপূর্ণভাবে মেটানোই এর লক্ষ্য। পাঠকের আকাঙ্ক্ষিত দেশি-বিদেশি সকল ধরনের বইয়ের বিশাল সমাহার এ প্রতিষ্ঠান।